রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাকরি ছাড়ার আগে এই কাজগুলো অবশ্যই করবেন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

job

চাকরি ছাড়ার সিদ্ধান্ত জীবনের একটি বড় মোড়। কেউ যেতে পারেন ভালো সুযোগের খোঁজে, কেউ ব্যক্তিগত কারণে, আবার কারও হতে পারে ক্যারিয়ার পরিবর্তনের লক্ষ্য। তবে চাকরি ছাড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যা অনেকেই ভুলে যান। ফলে ভবিষ্যতে বিপাকে পড়তে হতে পারে—পেশাগত সম্পর্ক নষ্ট হতে পারে, আবার প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট না থাকায় কাজেও সমস্যা হতে পারে।

তাই চাকরি ছাড়ার আগে কিছু কাজ অবশ্যই গুছিয়ে করে নেওয়া উচিত। নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো চাকরি ছাড়ার আগে করণীয় বিষয়গুলো।


বিজ্ঞাপন


চাকরি ছাড়ার আগে যেসব কাজ করে যাবেন

১. পেশাগত সম্পর্ক সুন্দর রাখুন

ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও জুনিয়রদের সাথে সৌজন্যপূর্ণ আচরণ করুন

বিদায়ের সময় কোনো রকম অভিযোগ বা নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন


বিজ্ঞাপন


২. রিজাইন লেটার দিন সঠিক নিয়মে

নির্ধারিত সময় অনুযায়ী (প্রায়ই ৩০ দিন আগে) রিজাইন লেটার জমা দিন

ই-মেইলের মাধ্যমে ও প্রিন্টেড কপি উভয়ভাবেই দিন

সংক্ষিপ্ত, প্রফেশনাল এবং ইতিবাচক ভাষা ব্যবহার করুন

৩. নিজের কাজ হস্তান্তর করুন

চলমান প্রজেক্ট, ফাইল বা দায়িত্ব সঠিকভাবে হস্তান্তর করুন

প্রয়োজন হলে হস্তান্তর ডকুমেন্ট তৈরি করুন

নতুন দায়িত্বপ্রাপ্ত সহকর্মীকে প্রাসঙ্গিক দিকনির্দেশনা দিন

job

৪. অফিসিয়াল ডকুমেন্ট সংগ্রহ করুন

অভিজ্ঞতার সনদ (Experience Certificate)

ছাড়পত্র বা Release Letter

পে-স্লিপ বা সার্টিফিকেট প্রয়োজন হলে লিখিতভাবে চেয়ে নিন

৫. ব্যক্তিগত তথ্য ও ফাইল রক্ষা করুন

অফিস কম্পিউটারে থাকা ব্যক্তিগত ফাইল/ইমেইল মুছে ফেলুন

অফিসের সফটওয়্যার/ইমেইল থেকে লগআউট করুন

দরকারি কনট্যাক্ট লিস্ট, নোটস, রেফারেন্স সংরক্ষণ করে রাখুন

৬. চূড়ান্ত বেতন, বোনাস, ছুটির হিসাব জেনে নিন

বাকি থাকা ছুটির টাকা, ইনসেন্টিভ, ফাইনাল স্যালারি বা গ্র্যাচুইটি সম্পর্কে পরিষ্কার ধারণা নিন

অ্যাকাউন্টস বা এইচআর-এর সঙ্গে যোগাযোগ করে তা লিখিতভাবে নিশ্চিত করুন

৭. সহকর্মীদের সাথে বিদায় বিনিময় করুন

একটি ছোট ফেয়ারওয়েল ইমেইল বা বার্তা পাঠাতে পারেন

পেশাগত নেটওয়ার্ক বজায় রাখতে লিংকডইন বা মোবাইল নম্বর শেয়ার করুন

আরও পড়ুন: সফল মানুষদের দিন শুরু হয় যেভাবে

চাকরি ছাড়ার আগে দায়িত্বশীল আচরণ শুধু পেশাগত সৌজন্যের পরিচয় নয়, বরং এটি ভবিষ্যতের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে। আপনি হয়তো সেই প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন, কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক বজায় থাকলে নতুন সুযোগ আসতে পারে সেখান থেকেই। তাই চাকরি ছাড়ার আগের সময়টুকু ব্যবহার করুন স্মার্টলি ও পেশাদারভাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর