সফল মানুষদের মধ্যে একটা সাধারণ মিল হলো—তারা দিনের শুরুটা খুবই পরিকল্পিতভাবে করেন। গবেষণা বলছে, দিনের প্রথম এক ঘণ্টা ঠিক যেভাবে কাটে, সেটাই প্রভাব ফেলে বাকি পুরো দিনটিতে। বিশ্বের শীর্ষ উদ্যোক্তা, কর্পোরেট লিডার ও কনটেন্ট ক্রিয়েটরদের অভ্যাস বিশ্লেষণ করে দেখা গেছে, সফল মানুষদের দিনের শুরুতে কিছু নির্দিষ্ট রুটিন থাকে—যা তাদের কর্মক্ষম, ইতিবাচক এবং লক্ষ্যভিত্তিক করে তোলে।
সফল মানুষেরা ভোরে ওঠেন
সফল ব্যক্তিরা সাধারণত সকাল ৫টা থেকে ৬টার মধ্যে ঘুম থেকে উঠে যান।
অ্যাপলের সিইও টিম কুক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা—তারা সবাই দিনের শুরু করেন খুব ভোরে।
‘ভোরবেলা মন সবচেয়ে স্থির, এবং সৃজনশীল কাজের জন্য এটি সেরা সময়।’ বলেন মনোবিজ্ঞানী ও লেখক ড. আরিফ হাসান।
বিজ্ঞাপন
দিনের শুরু হয় ব্যায়াম বা মেডিটেশন দিয়ে
হালকা এক্সারসাইজ, যোগ ব্যায়াম বা ১০-১৫ মিনিট মেডিটেশন
এতে মন শান্ত থাকে ও স্ট্রেস কমে
সেরোটোনিন নিঃসরণ বেড়ে যায়, যা মনকে করে প্রফুল্ল
সফল মানুষেরা ব্যস্ত থাকলেও অন্তত ২০-৩০ মিনিট সময় বের করে নেন নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য।
তারা লিখে ফেলেন দিনের পরিকল্পনা
প্রতিদিন সকালে সফল মানুষরা লিখে নেন—
আজকের লক্ষ্য (To-Do List)
অগ্রাধিকারের কাজ (Priority Task)
নতুন ভাবনা বা আইডিয়া
এটি সময় ব্যবস্থাপনায় সাহায্য করে এবং অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতে সহায়তা করে।
পুষ্টিকর সকালের নাস্তা
অনেকেই না খেয়ে কর্মস্থলে ছুটে যান, অথচ সফল ব্যক্তিরা দিনের শুরুতে হালকা কিন্তু পুষ্টিকর খাবার খেয়ে থাকেন—
ওটমিল, ফলমূল, বাদাম বা প্রোটিন-সমৃদ্ধ নাস্তা
এতে এনার্জি বাড়ে ও ফোকাস ধরে রাখা যায়
আরও পড়ুন: আপনি কি পেশা বদলাতে চান? এই প্রশ্নগুলোর উত্তর ‘হ্যা’ হলে পেশা বদলান
পড়াশোনা ও আত্মউন্নয়ন
সফলরা প্রায়ই সকালে কিছু সময় বই পড়েন বা কোনো নতুন কিছু শেখেন (যেমন: অডিওবুক, কোর্টস)
এটা তাদের জ্ঞানের পরিধি বাড়ায় এবং সৃজনশীলতাও তীক্ষ্ণ রাখে
বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক বলেন, ‘আমি প্রতিদিনই শিখি, আর দিন শুরু হয় জানার আগ্রহ নিয়ে।’
প্রযুক্তি নয়, নিজের সঙ্গে সময়
সফল মানুষদের মধ্যে একটা বড় অভ্যাস হলো—সকালে ঘুম থেকে উঠে তারা সঙ্গে সঙ্গে ফোন হাতে নেন না। বরং প্রথম ৩০ মিনিট থাকে ‘টেক ফ্রি জোন’। যেখানে তারা নিজের মনোযোগ, আবেগ এবং লক্ষ্য ঠিক করেন।
সফলতা রাতারাতি আসে না—এটি গড়ে ওঠে ছোট ছোট অভ্যাস দিয়ে। দিনের শুরুটাই যদি হয় সুশৃঙ্খল, ফোকাসড ও ইতিবাচক, তবে প্রতিদিনই হবে উৎপাদনশীল ও ফলপ্রসূ। সুতরাং, ঘড়ির কাঁটা একটু এগিয়ে দিন, আর সফল মানুষের মতো গড়ে তুলুন আপনার দিনের শুরু।
এজেড