বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ জীবিকার সন্ধানে বিভিন্ন দেশে পাড়ি জমান। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানসহ নানা দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরি হয়েছে। এসব চাকরি কারও জন্য স্বপ্নপূরণ, আবার কারও জন্য কষ্টের বাস্তবতা। তবে একটি বিষয় স্পষ্ট সঠিক দক্ষতা ও প্রস্তুতি থাকলে বিদেশে চাকরির সুযোগ অনেক।
চলুন জেনে নিই বাংলাদেশিরা সাধারণত কোন কোন খাতে বা পেশায় কাজ করেন।
বিজ্ঞাপন
১. শ্রমিক
মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।
যেমন: রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, হেলপার

বিজ্ঞাপন
২. গৃহকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী
নারীদের জন্য গৃহপরিচারিকা এবং পুরুষদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজের সুযোগ থাকে।
গৃহকর্মীর চাহিদা বেশি মালয়েশিয়া, সৌদি আরব, ওমান ও লেবাননে।
৩. ড্রাইভার ও পরিবহন খাত
অনেক বাংলাদেশি বিদেশে প্রাইভেট ড্রাইভার, বাস বা লরিচালক হিসেবে কর্মরত।
এর জন্য প্রয়োজন বৈধ লাইসেন্স, অভিজ্ঞতা ও স্থানীয় ট্রাফিক নিয়ম জানার দক্ষতা।

৪. নার্স ও কেয়ারগিভার
জার্মানি, জাপান ও ইউরোপের নানা দেশে নার্স ও বৃদ্ধদের যত্ন নেওয়ার পেশায় বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রয়োজন নার্সিং ডিপ্লোমা ও ভাষাজ্ঞান (যেমন জার্মান বা জাপানি)।
৫. কারিগরি পেশা
বৈদ্যুতিক, যান্ত্রিক, ওয়েল্ডিং, এসি-মেরামতকারীসহ বিভিন্ন টেকনিক্যাল কাজে দক্ষ বাংলাদেশিদের চাহিদা রয়েছে।
আরও পড়ুন: আপনি যতই দক্ষ হোন, এসব ভুলে চাকরি হারাতে পারেন
প্রফেশনাল ট্রেনিং থাকলে চাকরি পাওয়া সহজ হয়।
৬. হোটেল-রেস্টুরেন্ট কর্মী
বহু বাংলাদেশি বিদেশে হোটেল, রেস্টুরেন্ট ও ক্যান্টিনে কাজ করেন।
যেমন- ওয়েটার, কুক, ক্লিনার, ডিসওয়াশার।

৭. আইটি ও সফটওয়্যার পেশাজীবী
যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন।
এই খাতে ইংরেজি দক্ষতা ও প্রফেশনাল কোর্স অপরিহার্য।
৮. কারখানা ও শিল্প শ্রমিক
মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড ও জাপানে বহু বাংলাদেশি ফ্যাক্টরিতে কাজ করেন।
এক্ষেত্রে শারীরিক সক্ষমতা ও প্রাথমিক ভাষাজ্ঞান দরকার।
৯. কৃষি ও খামারকর্মী
দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, অস্ট্রেলিয়ায় কৃষি খাতে বাংলাদেশিদের নিয়োগ বাড়ছে।
আরও পড়ুন: যে ৭টি চাকরি দ্রুত পাওয়া যায়
যেমন- ফল বা শাকসবজি চাষ, দুগ্ধ খামার ইত্যাদি।
বাংলাদেশিদের জন্য আরও যা যা করার সুযোগ রয়েছে-
কৃষিশ্রমিক – দক্ষিণ কোরিয়া, জাপান
সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী – সৌদি আরব, ওমান
নিরাপত্তা কর্মী – দুবাই, মালয়েশিয়া
ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মিস্ত্রি – ইউরোপ ও মধ্যপ্রাচ্য
বাংলাদেশিরা বিদেশে শুধু শ্রমিক নন, নানা খাতে নিজেদের দক্ষতা ও পরিশ্রমে সুনাম কুড়াচ্ছেন। যে কেউ চাইলে ট্রেনিং ও সঠিক প্রস্তুতির মাধ্যমে এসব চাকরিতে আবেদন করতে পারেন। তবে অবশ্যই বৈধ উপায়ে, প্রতারক দালাল চক্র থেকে দূরে থেকে।
এজেড

