সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিয়ার পরামর্শ

কখন বুঝবেন আপনার চাকরি ছাড়ার সময় হয়েছে?

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১০:২১ এএম

শেয়ার করুন:

career advice

এখনকার প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ‘একটা চাকরি পাওয়াই যেন শেষ কথা’ এমনটা ভাবা স্বাভাবিক। কিন্তু এমনও পরিস্থিতি আসে, যখন একটি প্রতিষ্ঠানে থেকে যাওয়া নয়, বরং সেখান থেকে বেরিয়ে যাওয়াই আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য বেশি উপকারী।

তবে প্রশ্ন হলো—কখন বুঝবেন আপনার চাকরি ছাড়ার সময় হয়েছে? কী লক্ষণ দেখলে বুঝবেন আপনি আর সেখানে মানিয়ে নিতে পারছেন না?


বিজ্ঞাপন


এই প্রতিবেদনে তুলে ধরা হলো এমন কিছু গুরুত্বপূর্ণ সংকেত, যা ইঙ্গিত দেয়—আপনার হয়তো চাকরি বদলের সময় এসে গেছে।

job_pic2

চাকরি ছাড়ার সময় হয়ে গেছে, বুঝবেন যেভাবে

১. আপনার কাজ আর আপনাকে আনন্দ দেয় না

প্রতিদিন সকাল হলেই আপনার মনে হয় অফিসে যেতে হবে—এটাই দুঃস্বপ্ন!

কাজের প্রতি আগ্রহ, উদ্দীপনা কিংবা উদ্ভাবনী চিন্তা কমে গেছে।

প্রতিনিয়ত ক্লান্তি বা বিরক্তিভাব কাজ করে।

২. আপনার দক্ষতা মূল্যায়িত হচ্ছে না

আপনি যত ভালোই কাজ করুন না কেন, তা কোনো প্রশংসা বা স্বীকৃতি পাচ্ছে না।

পদোন্নতি, বেতন বৃদ্ধি বা দায়িত্বে পরিবর্তন হচ্ছে না বছরের পর বছর।

job

৩. কর্মপরিবেশ বিষাক্ত (Toxic Work Environment)

সহকর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা, দলবাজি, পক্ষপাতদুষ্টতা।

বস বা ম্যানেজমেন্টের অপেশাদার আচরণ।

কাজের পরিবেশ মানসিক চাপ তৈরি করে।

৪. পেশাগত উন্নতির কোনো সুযোগ নেই

দীর্ঘদিন ধরে আপনি একই জায়গায় আটকে আছেন।

শেখার বা নতুন কিছু করার সুযোগ নেই।

ভবিষ্যতের উন্নতির কোনো রোডম্যাপ নেই।

job2

৫. কাজের চাপ অসহনীয় হয়ে গেছে

ওয়ার্ক-লাইফ ব্যালেন্স পুরোপুরি নষ্ট।

অতিরিক্ত কাজ, সপ্তাহান্তে অফিস, ছুটির দিনে ফোনে ডাকা—নিয়মিত ঘটনা।

মানসিক ও শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৬. প্রতিষ্ঠান নিয়ে আত্মবিশ্বাস নেই

কোম্পানি আর্থিক সংকটে আছে বা বারবার কর্মী ছাঁটাই হচ্ছে।

নেতৃত্বের অভাব, বারবার পরিবর্তন হচ্ছে লক্ষ্য ও পরিকল্পনা।

প্রতিষ্ঠান নিয়ে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়।

৭. নিজেকে আর উন্নত করতে পারছেন না

একই ধরনের কাজের পুনরাবৃত্তি হচ্ছে।

কোনো নতুন চ্যালেঞ্জ নেই, ফলে শেখার বা স্কিল বাড়ানোর সুযোগও নেই।

নিজের প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ ব্যবহার হচ্ছে না।

resign

৮. আপনি সবসময় চাকরি ছাড়ার কথা ভাবছেন

আপনার মানসিকভাবে বারবার মনে হচ্ছে ‘চলে গেলেই ভালো হতো’।

নিয়মিত চাকরি খোঁজেন বা অন্য কোথাও আবেদন করেন।

চাকরি ছাড়ার আগে যেসব দিক বিবেচনায় আনবেন

নতুন চাকরি বা আয়ের কোনো বিকল্প ব্যবস্থা আছে কি না

আরও পড়ুন: ঈদের ছুটির পর অফিসে মন বসছে না? জেনে নিন করণীয়

বেতন, সুযোগ-সুবিধা ও কাজের পরিবেশ তুলনা করে দেখুন

হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে পরিবার বা বিশ্বস্ত কাউন্সেলরের সঙ্গে আলোচনা করুন

প্রয়োজন হলে কিছুদিন ছুটি নিয়ে নিজের অবস্থা বিশ্লেষণ করুন

চাকরি মানে শুধু বেতন নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে আপনার মানসিক শান্তি, উন্নতি এবং ভবিষ্যৎ। তাই কষ্ট করে হলেও নিজের আবেগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি প্রতিনিয়ত মনে হয় আপনি কোথাও আটকে গেছেন, তাহলে হয়তো সময় এসেছে নতুন কোনো দিগন্তে পা রাখার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর