রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিয়ার

চাকরি-ব্যবসায়ে সফল হতে চাইলে এই কাজগুলো করুন

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:১০ এএম

শেয়ার করুন:

চাকরি-ব্যবসায়ে সফল হতে চাইলে এই কাজগুলো করুন

জীবনে সফল হতে কে না চায়? কিন্তু সবাই সফল হয় না। কাঙ্ক্ষিত চাকরি পেয়েও ক্যারিয়ারের শীর্ষে উঠতে পারেন না অনেকেই। কিন্তু কেন? উত্তর রইল প্রতিবেদনে।  

আচার্য চাণক্য নাম নিশ্চয়ই শুনেছেন। তার শিক্ষা হাজার হাজার বছর ধরে আলো দিয়ে আসছে মানব জাতিকে। 


বিজ্ঞাপন


channokko
আশ্চর্য চাণক্য

শুধু ব্যক্তির নিজস্ব জীবন সংক্রান্ত বিষয় নয়, শক্তিশালী রাষ্ট্র তৈরির উপায়ও তিনি বলে গিয়েছেন।

আরও পড়ুন: ক্যারিয়ারে সফল হতে করণীয় কী?


বিজ্ঞাপন


চাকরি, ব্যবসা কিংবা ক্যারিয়ারে সফলতার উপায় বাতলে দিয়েছেন তিনি। চাকরি ও ব্যবসায় উন্নতির নানা পথের কথা জানিয়েছেন পন্ডিত চাণক্য। জানুন তিনি সফলতার ব্যাখ্যা কীভাবে দিয়েছেন।

succes-story

পরিশ্রম করুন, নিয়মানুবর্তী হোন 

কোনো ক্ষেত্রে সাফল্য পেতে হলে পরিশ্রমী ও নিয়মানুবর্তী হওয়া প্রথম শর্ত-এই কথা চাণক্য বলেছেন। 

চাণক্য নীতি বলছে, কঠোর পরিশ্রমই মানুষের মধ্যে অনুশাসন জাগ্রত করে। নিয়মানুবর্তী না হলে কোনো কাজ সময়ে শেষ করা সম্ভব নয়। 

ঝুঁকি নেওয়ার ক্ষমতা

তিনিই সফল হন, যিনি ঝুঁকি নেওয়ার সাহস দেখান। যে ব্যর্থ হওয়ার ভয় পায়, সে সফলও হতে পারে না। ব্যবসায় ঠিক সময়ে নেওয়া সিদ্ধান্তই ভবিষ্যতে লাভ দিতে পারে। 

TIPS

সময়ের সদ্ব্যবহার করা জরুরি 

জীবনে সফল হতে চাইলে সময়ের সদ্ব্যবহার করা জরুরি। কোন সময়ে কোন কাজটি করতে তা বোঝার ক্ষমতা থাকতে হবে। 

কুশলী হোন

সাফল্যের জন্য আচার-আচরণে কুশলী হওয়া অত্যন্ত জরুরি। যারা চটজলদি কুশল প্রতিক্রিয়া দিতে পারেন, তারাই মানুষকে প্রভাবিত করেন। 

সবাইকে সঙ্গে নিয়ে চলুন 

সফল হতে গেলে সবাইকে সঙ্গে নিয়ে চলা প্রয়োজন। কেউ একলা সাফল্য পেতে পারেন না, সে জন্য বহু লোকের সহযোগিতা দরকার। তাই প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অন্যের সাহায্য নিন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর