রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২৭ বছর বয়সে সৌদির জনপ্রিয় ইউটিউবারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

২৭ বছর বয়সে সৌদির জনপ্রিয় ইউটিউবারের মৃত্যু

জনপ্রিয় সৌদি ইউটিউবার আজিজ আল আহমাদ বৃহস্পতিবার ২৭ বছর বয়সে মারা গেছেন। তিনি 'আল কাজম' নামে পরিচিত ছিলেন, যার অর্থ বামন। 

আজিজ আল আহমাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন তার ভক্তরা। তারা সামাজিক মাধ্যমে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন।


বিজ্ঞাপন


১৯৯৫ সালে সৌদির রাজধানী রিয়াদে জন্মগ্রহণকারী আল আহমাদের একটি জেনেটিক এবং হরমোনজনিত রোগ ছিল, যা তাকে শারীরিকভাবে বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করেছিল।

সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হলে সেই ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। তিনি হাসপাতালে শুয়ে ছিলেন। তখন এক নারী তাকে তার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে বলেন।

Youtuber Aziz Al Ahmad

তখন আল আহমাদ বলেন, 'আমি তাদের বলতে চাই যে, আমি তাদের অনেক ভালবাসি।' তখন তিনি জানিয়েছিলেন যে, শারীরিকভাবে তিনি ভালো বোধ করছেন।


বিজ্ঞাপন


ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আল আহমাদের কৌতুকপূর্ণ ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেখানে তার হাজার হাজার ফলোয়ার এবং লাখ লাখ ভিউ রয়েছে।

শুধু টিকটকে তার অনুসারী ৯৪ লাখেরও বেশি। এছাড়া সেখানে ৮৩ লাখ লাইক রয়েছে। আর ইউটিউবে তার সাবস্ক্রাইবার ৮ লাখ ৮৭ হাজার। স্ন্যাপচ্যাটে তার অনুসারী ২৭ লাখের বেশি।

Youtuber Aziz Al Ahmad

তার কত সম্পদ ছিল সেটি বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করা হয় ইউটিউব, স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচুর অর্থ আয় করেছেন তিনি। 

সূত্র: গালফ নিউজ

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর