সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

পাকিস্তানে হাজারো লোককে চাকরি দেবেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে হাজারো লোককে চাকরি দেবেন সৌদি যুবরাজ
সৌদি যুবরাজ ফাহাদ বিন মনসুর

পাকিস্তানে নিজের প্রযুক্তি কোম্পানির শাখা খুলবেন সৌদি আরবের যুবরাজ ফাহাদ বিন মনসুর। সেখানে হাজারো লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন ফিউচার ফেস্টে এমন বার্তা দিয়েছেন যুবরাজ ফাহাদ। ফিউচার ফেস্ট ২০২৩ সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব এবং অন্যান্য দেশে আগামী পাঁচ বছরে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়িত হবে।


বিজ্ঞাপন


ফাহাদ বিন মনসুর বলেন, তার কোম্পানি আইএলএসএস ইন্টারঅ্যাকটিভ ৩০০টি প্রকল্পে কাজ করার ইচ্ছা পোষণ করে। 

সৌদি-পাকিস্তান টেক হাউজের প্রধান কার্যালয় রিয়াদে। এর প্রথম শাখা হবে লাহোরে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য আমরা পাকিস্তান, সৌদি আরব এবং বিদেশে হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে উন্মুখ। আমরা ৩০০টিরও বেশি প্রকল্প হাতে নেওয়ার প্রত্যাশা করছি। এসব প্রকল্পের সর্বনিম্ন মূল্য একশ মিলিয়ন ডলার।

যুবরাজ ফাহাদ তরুণ উদ্যোক্তা হিসেবে সৌদি আরবে ব্যাপক পরিচিত। তিনি সিরিয়াল উদ্যোক্তা ও বিনিয়োগকারী। স্টার্টআপ প্রতিষ্ঠা ও সফলতার ক্ষেত্রে তার সুনাম রয়েছে। 


বিজ্ঞাপন


সূত্র: আরব নিউজ ও স্টার্টআপ পাকিস্তান

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর