সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
স্থানীয় সময় শুক্রবার রিয়াদ অঞ্চলের ওয়াদি দাওয়াসির গভর্নরেটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। রোববার এ খবর দিয়েছে সৌদি গেজেট।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে এক পরিবারের সাত সদস্যসহ ৮ সৌদি এবং একজন ফিলিপিনো গৃহকর্মী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায় এবং যাত্রীরা পুড়ে মারা যান। জিএমসি মডেলের গাড়িটিতে একটি পরিবারের আট সদস্য এবং তাদের গৃহকর্মী ছিলেন। আল-রাইন - ওয়াদি আল-দাওয়াসির রোডে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর এতে আগুন ধরে যায়।
নিহত পরিবারের সদস্যদের মধ্যে বাবা, মা এবং পাঁচ ছেলে ও মেয়ে রয়েছে, যারা ছুটি কাটানোর জন্য আভা থেকে রিয়াদ যাচ্ছিল। ১৩ বছর বয়সী একটি মেয়ে পরিবারটির একমাত্র জীবিত ছিল। মেয়েটি দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছিল।
আহতদের ওয়াদি আল-দাওয়াসির জেনারেল হাসপাতাল ও রানিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
সূত্রের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ওয়াদি আল-দাওয়াসির গভর্নরেটের ট্রাফিক বিভাগ এবং সিভিল ডিফেন্স মর্মান্তিক দুর্ঘটনাটি তদন্ত করছে।
সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে, রিয়াদে তার কমান্ড এবং কন্ট্রোল রুম দুর্ঘটনার বিষয়ে একজন নাগরিকের কাছ থেকে তথ্য পায় এবং সঙ্গে সঙ্গে ছুটে যায়।
একে

