ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রন গিভিলির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। খবর আনাদোলুর।
বিজ্ঞাপন
ট্রাম্প তার নিজের সামাজিক যোগযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এইমাত্র গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে জীবিত ২০ জন বন্দি এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে। অসাধারণ কাজ! বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল। আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন!’
এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে।
এক সামরিক বিবৃতিতে বলা হয়, সার্জেন্ট ফার্স্ট ক্লাস র্যাংভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ফেরত পাঠানো হবে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরো বলা হয়, এর মাধ্যমে গাজার উপত্যকা থেকে সব বন্দিকে ফেরত আনা হলো।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা।
রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরাইলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়।
-এমএমএস

