বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফ্রান্স থেকে ৩টি রাফাল হাতে পেল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

ফ্রান্স থেকে ৩টি রাফাল হাতে পেল ইন্দোনেশিয়া

ফ্রান্সের সঙ্গে বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির প্রথম চালান হিসেবে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান হাতে পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশ ইন্দোনেশিয়া। 

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অধীনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অংশ হিসেবে ফ্রান্সের প্রধান অস্ত্র ও প্রতিরক্ষা কোম্পানী ড্যাসাল্ট এভিয়েশনের নির্মিত ৪২টি রাফালের পাশাপাশি ফরাসি ফ্রিগেট এবং সাবমেরিনের অর্ডার দিয়েছে জাকার্তা।


বিজ্ঞাপন


এই ক্রয় চুক্তির প্রথম চালানে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর কাছে বিমানগুলো হস্তান্তর করা হয়েছে এবং যুদ্ধবিমানগুলো ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত জানান, ২০২২ সালে ফ্রান্সের সঙ্গে ৮ বিলিয়ন ডলারের চুক্তি অংশ হিসেবে গত শুক্রবার তিনটি রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছেছে। বর্তমানে সুমাত্রার পশ্চিম দ্বীপে অবস্থিত পেকানবারুর রোয়েসমিন নুরজাদিন বিমানঘাঁটিতে বিমানগেুলো অবস্থান করছে।

তিনি আরও জানান, চলতি বছরের শেষের দিকে আরও বেশ কয়েকটি রাফাল সরবরাহ করবে ফ্রান্স। তবে কতগুলো রাফাল আসবে সেই সংখ্যা উল্লেখ করেননি মুখ্যপাত্র।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক যুদ্ধবিমান বাজারের অন্যতম বৃহৎতম ক্রেতা হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। দেশটি নিজেদের বিমানবাহিনী আপগ্রেড করার চেষ্টা করছে এবং এর জন্য প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ  আলাদা করে বরাদ্দ করেছে। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য ফ্রান্সের রাফালের পাশাপাশি তুরস্ক থেকে ৪৮টি কান যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে দ্বীপরাষ্ট্রটি। এছাড়াও চীনের জে-১০ এবং মার্কিন তৈরি এফ-১৫এক্স-সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে জাকার্তা।


সূত্র: রয়টার্স


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর