বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পাকিস্তান থেকে ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান থেকে ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান-চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানে সম্ভাব্য ক্রয়সহ অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানরা। 

image
জেএফ-১৭ থান্ডার

আইএসপিআর আরও জানিয়েছে, বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বুনিয়াদি থেকে শুরু করে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত কোর্স পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে এবং এর সঙ্গে থাকবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের বিমান বাহিনী প্রধান।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ-অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাদের অপারেশনাল দক্ষতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশসীমা নজরদারি জোরদারে এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণের বিষয়ে সহায়তা চেয়েছেন।

আইএসপিআর আরও জানিয়েছে, ইসলামাবাদ সফররত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে গার্ড অব অনার দেওয়া হয়।

বাংলাদেশি প্রতিনিধি দলটি পাকিস্তান বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাও পরিদর্শন করেছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বজুড়ে আলোচনায় আসে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি হালকা, মাল্টিরোল যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার। ২০১৯ সালেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতে যুদ্ধক্ষমতা প্রমাণ করেছে জেএফ-১৭।

জেএফ-১৭ থান্ডার বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক বহরের মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং আকাশে লড়াই, ভূমিতে হামলা, নজরদারি—বহুমুখী মিশনে ব্যবহৃত হয়। কম খরচে, আধুনিক নকশা এবং সহজে প্রযুক্তি কারণে অনেক দেশের জন্য এটি একটি কার্যকর ও সাশ্রয়ী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। মিয়ানমার, আজারবাইজান ও নাইজেরিয়ার মতো দেশ পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে। সেই তালিকা নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশও। 

সূত্র: ডন, জিও নিউজ


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর