সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এসপিএ জানিয়েছে, সর্বশেষ গত মঙ্গলবার তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের শাসক বাদশাহ সালমান ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেছিলেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষাগুলো নতুন কোনো উদ্বেগের কারণে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি সৌদি রয়্যাল কোর্ট। ।
প্রসঙ্গত, বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তিনি বাদশাহ হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
বিজ্ঞাপন
সালমান হলেন আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের ২৫তম পুত্র এবং দীর্ঘদিন ধরে রাজপরিবারের বিষয়গুলোর একজন গুরুত্বপূর্ণ রক্ষক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। এছাড়াও কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সূত্র: গালফ নিউজ
এমএইচআর

