বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত

‘ইরানে হামলার ইচ্ছে নেই ট্রাম্পের, তেহরানকেও সংযম প্রদর্শনের আহ্বান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

‘ইরানে হামলার ইচ্ছে নেই ট্রম্পের, তেহরানকেও সংযম প্রদর্শনের আহ্বান’

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জানিয়েছেন যে তিনি দেশটিতে আক্রমণ করবেন না এবং তেহরানকেও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ দাবি করেন ইরানি রাষ্ট্রদূত। 


বিজ্ঞাপন


রেজা আমিরি মোগাদাম বলেছেন, পাকিস্তান সময় স্থানীয় সময় বুধবার দিবাগত রাত রাত ১টার সময় তিনি তথ্য পান— ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না এবং দেশটিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অবকাঠামোতে পাল্টা হামলা না চালানো জন্য আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভের কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, জনগণের প্রতিবাদ করার বৈধ অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনাও করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যমের অতিরঞ্জিত কভারেজ সহিংসতাকে উস্কে দিয়েছে ও পরিস্থিতি আরও খারাপ করেছে।

গত ৭ জানুয়ারী ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জারি করা বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বক্তব্যগুলো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।


বিজ্ঞাপন


মোগাদাম অভিযোগ করেন, ট্রাম্প-নেতানিয়াহুর উসকানির পরই সশস্ত্র গোষ্ঠীগুলো হত্যাকাণ্ড চালিয়েছে, মসজিদ, ইমামবাড়াসহ ধর্মী স্থাপনায় আক্রমণ করেছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

ইরানি রাষ্ট্রদূত আরও দাবি করেন, ইরানের পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উসকানিকি সত্ত্বেও এই মুহূর্তে ইরানে কোনও বিক্ষোভ হয়নি।

সূত্র: ডন

এমএএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর