পাকিস্তান-চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক।
শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক সফরে থাকা পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক এই আগ্রহ প্রকাশ করেন ইরাকি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ গালিব মোহাম্মদ রাদি আল-আসাদি।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদে ইরাকি বিমান বাহিনীর সদর দফতরে দুই দেশের বিমান বাহিনী প্রধানদের বৈঠকের আগে এসিএম সিধুকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নত করার ওপর জোর দিয়েছেন উভয় দেশের বিমান বাহিনী প্রধান। এসময় এসিএম সিধু পাকিস্তান ও ইরাকের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন। এছাড়াও প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ইরাকি বিমান বাহিনীকে সহায়তা করার জন্য পিএএফের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
অন্যদিকে, ইরাকি বিমানবাহিনী প্রধান পিএএফের পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেছেন। একই সঙ্গে পাক বিমান বাহিনীর বিশ্বমানের প্রশিক্ষণ থেকে উপকৃত হওয়ার এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়, সুপার মুশশাক প্রশিক্ষক বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বজুড়ে আলোচনায় আসে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি হালকা, মাল্টিরোল যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার। ২০১৯ সালেও ভারতের বিরুদ্ধে সংঘাতে জেএফ-১৭ ব্যবহার করে সাফল্য পেয়েছিল পাকিস্তান।

বর্তমানে জেএফ-১৭ থান্ডার পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক বহরের মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং আকাশে লড়াই, ভূমিতে হামলা, নজরদারি—বহুমুখী মিশনে ব্যবহৃত হয়। কম খরচে, আধুনিক নকশা এবং সহজে প্রযুক্তি কারণে অনেক দেশের জন্য এটি একটি কার্যকর ও সাশ্রয়ী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। মিয়ানমার, আজারবাইজান ও নাইজেরিয়ার মতো দেশ পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে।
গত সপ্তাহে সেই তালিকা নাম লিখিয়েছে বাংলাদেশও। ইসলমাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান (পিএএফ) এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান-চীনের যৌথভাবে তৈরি অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয়সহ অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সূত্র: ডন
এমএইচআর

