বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

Venezuela

ভেনেজুয়েলা কোথায়? আমেরিকা থেকে কতটা দূরে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

ভেনেজুয়েলা কোথায়? আমেরিকা থেকে কতটা দূরে

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এবং বিশ্বের বৃহত্তম তেলের মজুত থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংকটে জর্জরিত এক দেশ ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত এই দেশটি তার কৌশলগত অবস্থান এবং বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সাম্প্রতিক সময়ে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান


বিজ্ঞাপন


ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ যা ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগরের সীমান্তে অবস্থিত। উত্তর ও দক্ষিণ আমেরিকার সাথে সংযোগকারী প্রধান সমুদ্র রুটে ভেনেজুয়েলার একটি কৌশলগত অবস্থান রয়েছে। বলিভারিয়ান প্রজাতন্ত্র ভেনেজুয়েলা একটি মহাদেশীয় মূল ভূখণ্ড এবং ক্যারিবিয়ান সাগরে অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। দেশটির সীমানায় পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা অবস্থিত।

venezuela-canaima

বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত ও পর্যটন

দেশটির এঞ্জেল জলপ্রপাত (কেরেপাকুপাই ভেনা) বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে স্বীকৃত। এটি ভেনেজুয়েলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রতীক।


বিজ্ঞাপন


তেল সম্পদ ও অর্থনৈতিক বিপর্যয়

ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে। তবে এই বিশাল সম্পদ দেশটির সাধারণ মানুষের জন্য সমৃদ্ধি বয়ে আনতে পারেনি। তেল রপ্তানির উপর অত্যধিক নির্ভরশীলতা, ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সরকারের দায়িত্বজ্ঞানহীন নীতি দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি, মৌলিক পণ্যের ঘাটতি, উচ্চ অপরাধের হার, বেকারত্ব ও চরম দারিদ্র্য দেখা দিয়েছে।

Venezuela_flag_807349237a62c113cb6ba73378f90d7e

মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান

দেশটিতে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে জাতীয় মুদ্রা ‘বলিভার’-এর মান ব্যাপকভাবে কমে গেছে। এমনকি উইকিভ্রমণের মতো প্ল্যাটফর্মগুলো এখন বলিভারে মূল্য প্রকাশ করে না। অফিসিয়াল এবং অনানুষ্ঠানিক বিনিময় হারের বিশাল পার্থক্যের কারণে লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের ওপর নির্ভরতা বেড়েছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা কেন?

আমেরিকা থেকে ভেনেজুয়েলার দূরত্ব

ভেনেজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত মোট সরলরেখার বিমান দূরত্ব প্রায় ২,৮৩০ মাইল (৪,৫৫৪ কিলোমিটার বা ২,৪৫৯ নটিক্যাল মাইল)। সামুদ্রিক সীমানার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ভেনেজুয়েলার সবচেয়ে নিকটবর্তী। ১৯৭৮ সালের এক চুক্তির মাধ্যমে এই সামুদ্রিক সীমানা নির্ধারিত হয়েছে।

VENEZUELA-Jesus-Vargas_Getty-Images

ভ্রমণ সময় ও যাতায়াত

ভেনেজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিরতিহীন (ননস্টপ) ফ্লাইটে গড়ে ২২ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগে। তবে সবচেয়ে ছোট রুট হলো কারাকাস (CCS) থেকে অরল্যান্ডো বিমানবন্দর (MCO), যেখানে পৌঁছাতে গড় সময় লাগে ৯ ঘণ্টা ৫৩ মিনিট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর