সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাদুরো এখন কোথায়, কী পরিণতি হতে পারে তার?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

maduru
মাদুরোর চোখ বাঁধা ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গ্রেফতারের পর প্রেসিডেন্ট মাদুরোকে কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় তোলা হয়। সেখানে তোলা একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।

নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর দফতরে নেওয়া হয়।


বিজ্ঞাপন


একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ডিইএ কর্মকর্তাদের পাহারায় দফতরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

আরও পড়ুন

অন্য দেশের প্রেসিডেন্টকে ধরে নেওয়ার আরও রেকর্ড আছে যুক্তরাষ্ট্রের

পরবর্তী সময়ে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


Venejuela
মার্কিন হামলায় ভেনিজুয়েলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি: সংগৃহীত

মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

‘ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ’

এদিকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে 'জোরপূর্বক আটকের' পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করবো। আমরা দেখেছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

আরও পড়ুন

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০: নিউইয়র্ক টাইমস

ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কী সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কী-না, সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, ‘এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখবো।’

Maduru2
মাদুরোকে উঠিয়ে নিয়ে যায় মার্কিন সেনারা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে, নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে।’

আরও পড়ুন

যেভাবে তুলে নেওয়া হলো প্রেসিডেন্ট মাদুরোকে

হেগসেথ ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ‘এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না’, যোগ করেন হেগসেথ।

মার্কিন প্রতিরক্ষা সচিব আরও জানান, এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য ‘তেল-সমৃদ্ধি’ একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবেও কাজ করেছে। সূত্র: বিবিসি

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর