নতুন বছর ২০২৬ সালকে সবার আগে বরণ করে নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। দেশটির কিরিতিমাতি (Christmas Island) অঞ্চলই বিশ্বের প্রথম অঞ্চল, যেখানে নতুন বছরের সূচনা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) গ্রিনিচ মান সময় ১০টায় ও বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৬ সারের প্রথম প্রহর শুরু হয় কিরিবাতিতে।
বিজ্ঞাপন
এর ১ ঘন্টা পর অর্থাৎ গ্রিনিচ মান সময় ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউজিল্যান্ডও স্বাগত জানায় ২০২৬ সালকে।
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র কিরিবাতির অবস্থান হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে। তবে আন্তর্জাতিক সময়রেখার কারণে কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগেই নতুন বছর উদযাপন করে।
বিজ্ঞাপন
আর ভৌগোলিক কারণে আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপে ২০২৬ সালের আগমন হবে সবার শেষে।
এদিকে মধ্যরাতে নতুন বছরকে বরণ করে নিতে অপেক্ষা করছে বাংলাদেশও। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক চলাকালীন কোনো অনুষ্ঠানের সুযোগ নেই।
এমএইচআর

