বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোরআন ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হলেন বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

কোরআন ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হলেন বাংলাদেশি নারী
সোমা এস সাঈদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রধান ধর্ম হলো খ্রিস্টধর্ম, দেশটির বেশিরভাগ মানুষ অনুসরণ করে (প্রায় দুই-তৃতীয়াংশ)। প্রথা অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু বিচারপতি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা খ্রীষ্টানদের ধর্মীয়গ্রন্থ বাইবেল ছুঁয়ে শপথ নেন। সেই প্রথা ভেঙ্গে প্রথম মুসলিম হিসেবে মুসলমানদের ধর্মীয়গ্রন্থ পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নারী সোমা এস সাঈদ। 

গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিস্থ কুইন্স সিভিল কোর্ট হাউসে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো বিচারপতির এমন অভিনব শপথগ্রহণ এটিই প্রথম। 


বিজ্ঞাপন


তার এই শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্যের একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। এতে দেশটির ৫০টি অঙ্গরাজ্যজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশীর মাঝে বইছে প্রাণবন্ত আলোচনা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাস। এভাবে শপথ নিতে পেরে সোমা সাঈদ নিজেও ছিলেন বেশ উচ্ছ্বসিত।

উল্লেখ্য, বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্ম নেওয়া সোমা সাঈদের বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা। বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সোমা সাঈদ এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর