সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নতুন দল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

নতুন দল ঘোষণা করলেন বাবরি মসজিদ নির্মাণকারী হুমায়ুন কবির

পূর্বঘোষণা অনুযায়ী নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোগক্তা হুমায়ুন কবির। নতুন এই দলের নাম- ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের পতাকার রং হবে- হলুদ, সবুজ এবং সাদা। 

সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে। নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর আসনে।


বিজ্ঞাপন


হুমায়ুন দাবি করেছেন, তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে তার লক্ষ্য হবে ৯০টি আসনে জেতা। এমনকি হুমায়ুন কবির দাবি করলেন, তার দল বিজিপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন। 

এদিকে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। 

মূলত, বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় এবং দলীয় মতের বাইরে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পরই নতুন দল গড়ার ঘোষণা করে দিয়েছিলেন তিনি।


বিজ্ঞাপন


ভরতপুরের এই বিধায়ক সেসময় জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল— কোনও শব্দ রাখতে চান না তিনি। তার কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেছিলেন, ‘মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।’

তিনি আরও বলেছিলেন, ‘দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল। আমজনতার উন্নয়নের কথা ভাববে।’

সূত্র: আন্দবাজার, হিন্দুস্তান টাইমস

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর