শিল্পখাতকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে সৌদি আরবের লাইসেন্সপ্রাপ্ত সবধরণের শিল্প প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের ইকামা বা ওয়ার্ক পারমিটের ফি বাতিল করার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরাইফ বলেছেন, শিল্প কর্মীদের জন্য প্রবাসী ফির উপর আর্থিক লেভি প্রত্যাহারের মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের টেকসই শিল্প উন্নয়নকে বাড়িয়ে তুলবে।
Saudi Arabia has revoked fees imposed on expatriate workers in industrial establishments licensed under an industrial licensehttps://t.co/IhoCc3UFXd
— Saudi Gazette (@Saudi_Gazette) December 17, 2025
এ পদক্ষেপকে সৌদি যুবরাজের ‘ভিশন ২০৩০’ এর অধীনে শিল্প খাতের প্রতি অব্যাহত সহায়তার সম্প্রসারণের অংশ হিসাবে অভিহিত করে মন্ত্রী উল্লেখ করেন, এর ফলে সৌদি শিল্পের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকতা বৃদ্ধিতে এবং বিভিন্ন বিশ্ব বাজারে তেল-বহির্ভূত রপ্তানির নাগাল এবং বিতরণ বৃদ্ধিতে অবদান রাখবে। একই সঙ্গে কারখানাগুলোতে পরিচালন ব্যয় হ্রাস করার পাশাপাশি আরও মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণ করবে।
তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত শিল্পগুলোকে তাদের উৎপাদন সম্প্রসারণ, বৃদ্ধি এবং বৃদ্ধি করতে সক্ষম করবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর অটোমেশন সমাধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেল গ্রহণকে ত্বরান্বিত করবে।
বিজ্ঞাপন
সৌদি গেজেটকে আলখোরায়েফ জানান, ২০১৯ সাল থেকে ২০২৪— এই ৫ বছরে সৌদির শিল্পখাতে রীতিমতো উল্লম্ফন ঘটেছে। ২০১৯ সালে যেখানে পুরো সৌদি আরবে সরকারিভাবে অনুমোদিত (লাইসেন্সড) কারখানা ছিল ৮ হাজার ৮৪২টি, সেখানে ২০২৪ সালে কারখানার সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ হাজারেরও বেশি।
তিনি আরও জানান, কারখানার সংখ্যা বৃদ্ধির কারণে কর্মীদের সংখ্যাও বেড়েছে। ২০১৯ সালে সৌদিতে কারখানা শ্রমিকদের সংখ্যা ছিল ৪ লাখ ৮৮ হাজার। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮ লাখ ৪৪ হাজার। অর্থাৎ শতকরা হিসেবে দেশটিতে কারখানা শ্রমিকের সংখ্যা বেড়েছে ৭৪ শতাংশ।
সূত্র: জিও নিউজ
এমএইচআর

