বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মস্কোতে কেমন আছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তার পরিবার! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

মস্কোতে কেমন আছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তার পরিবার! 

বিদ্রোহীদের তোপের মুখে গত বছরের ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে পরিবার নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন আসাদ। একই সঙ্গে তিনি তার পুরনো পেশা চক্ষু চিকিৎসা নিয়ে নতুন করে পড়াশুনা করছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন বলা হয়, বর্তমানে আল আসাদ পরিবার মস্কোর পশ্চিমে অবস্থিত অভিজাত রুবলিওভকা এলাকায় বসবাস করছে, যা রাশিয়ার প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবেরদের আবাসস্থল হিসেবে পরিচিত। তবে আর্থিক সচ্ছলতা সত্ত্বেও পরিবারটি রুশ কর্তৃপক্ষের কঠোর নজরদারির মধ্যে রয়েছে এবং বাইরের বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ অত্যন্ত সীমিত।


বিজ্ঞাপন


আসাদ পরিবারের এক বন্ধু জানিয়েছেন, লন্ডনে প্রশিক্ষিত চক্ষু বিশেষজ্ঞ আসাদ বর্তমানে ‘রুশ ভাষা অধ্যয়ন করছেন এবং আবারও চক্ষুবিজ্ঞান বিষয়ে পড়াশুনা করছেন। সম্ভবত মস্কোর অভিজাতদের মধ্যে চক্ষু চিকিৎসা অনুশীলন করার লক্ষ্যে রয়েছেন তিনি।

তিনি বলেন, ‘সে (আসাদ) রুশ ভাষা শিখছে এবং আবার অপথ্যালমোলজি ঝালিয়ে নিচ্ছে। এটা তার প্যাশন। টাকার দরকার তার নেই। যুদ্ধ শুরুর আগেও সে দামেস্কে নিয়মিত চোখের চিকিৎসা করত।’

গার্ডিয়ানের প্রতিবেদন বলা হয়, ২০১১ সালে বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বড় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও, আসাদ পরিবার তাদের বিপুল সম্পদের বড় অংশ মস্কোতে সরিয়ে নেয়, যেখানে পশ্চিমা নিয়ন্ত্রকদের হাত পৌঁছায় না। তবে এই আরামদায়ক জীবনের মাঝেও তারা সিরীয় ও রুশ অভিজাত মহল থেকে বিচ্ছিন্ন। শেষ মুহূর্তে সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ায় আসাদের সহযোগীরা নিজেদের পরিত্যক্ত মনে করছে, আর রুশ তত্ত্বাবধায়করা তাকে সাবেক শাসনকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দিচ্ছে।
 
ক্রেমলিনের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার নেতৃত্বের কাছে আসাদ এখন আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন।
 
এ বিষয়ে ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলব্রুস কুত্রাশেভ এক সাক্ষাৎকারে জানান, বাশার আল আসাদ রাশিয়ায় নিরাপদে আছেন। তবে তাকে কোনো রাজনৈতিক বা গণমাধ্যম সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে দেওয়া হচ্ছে না।
 
প্রতিবেদনে আরও দাবি করা হয়, মস্কোতে আসার পর অবশ্য লিউকেমিয়ায় আক্রান্ত সিরিয়ার ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টের স্ত্রী আসমা আল আসাদের চিকিৎসাকে কেন্দ্র করে পরিবারটি আবার একত্রিত হয়। পরীক্ষামূলক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আসমার অবস্থা স্থিতিশীল হওয়ার পর, সাবেক এই স্বৈরশাসক নিজের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এবং এক জনপ্রিয় ডানপন্থী মার্কিন পডকাস্টারকে সাক্ষাৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, তবে রুশ কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছেন।

অন্যদিকে আসাদের সন্তানেরা এরই মধ্যে মস্কোর জীবনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে বলে জানিয়েছেন কয়েক মাস আগে তাদের সঙ্গে দেখা করা আসাদের এক বন্ধু। 

তিনি বলেন, আসাদের মেয়ে জেইন আল আসাদ চলতি বছরের জুনে মস্কোর অভিজাত এমজিআইএমও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অন্যদিকে এক সময়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত ছেলে হাফেজ আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, শুরুতে আসাদের পরিবার মস্কো থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থায়ীভাবে চলে যেতে চেয়েছিল—কারণ জায়গাটি তাদের কাছে বেশি পরিচিত ছিল। বিপরীতে তারা রুশ ভাষা জানত না এবং রাশিয়ার সামাজিক বলয়ে নিজেদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল। কিন্তু এখন তারা বুঝতে পারছে, স্থায়ীভাবে সেখানে যাওয়া আপাতত সম্ভব নয়, কারণ বিশ্বজুড়ে বিতর্কিত ধনীদের আশ্রয় দেওয়া দেশ হয়েও আমিরাত আসাদকে রাখতে অস্বস্তি বোধ করছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর