রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। তবে, এই সাক্ষাৎ অপ্রত্যাশিত মোড় নেয়। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরও রুশ প্রেসিডেন্ট না এলে, বৈঠক কক্ষ ছেড়ে বের হয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শুত্রবার (১২ ডিসেম্বর) তুর্কমেনিস্তানে দেশটির স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামের ফাঁকে দুই নেতার নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তবে তাদের বৈঠকের আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পুতিন।
বিজ্ঞাপন
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-এর ভারতীয় এডিশন আরটি ইন্ডিয়া এক এক্স পোস্টে জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি কক্ষে ৪০ মিনিট রুশ প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় পাশের একটি কক্ষে এরদোগানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন পুতিন। তাদের বৈঠকটি নির্ধারিত সময়ের চেয়ে বেশি হয়।
এদিকে ৪০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করতে করতে কিছুটা বিরক্ত হয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর এরদোয়ান ও পুতিনের রুদ্ধদ্বার বৈঠকের কক্ষে প্রবেশ করেন শেহবাজ শরীফ। তবে তাকে ভেতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয়।
❗️The Moment PM Sharif Gate-crashed Putin's Meeting With Erdogan After Waiting For 40 Mins https://t.co/r4L9XhA9IY pic.twitter.com/shi7YLMgmP
— RT_India (@RT_India_news) December 12, 2025
ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাসের জন্ম দিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটিকে কূটনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর

