বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাঁচ বছর পর জেদ্দায় রেকর্ড বৃষ্টিপাত

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

zedda
সৌদি আরবের জেদ্দায় ভারি বৃষ্টি ও বজ্রপাত। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারী বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েছে। তুমুল বৃষ্টিপাতে শহরের কয়েকটি এলাকা, সড়ক ও স্থাপনা তলিয়ে গেছে, পানিতে ডুবে গেছে অনেক যানবাহন, যার ফলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে।

প্রায় পাঁচ বছর পর এমন বৃষ্টিপাতের মুখোমুখি হলো জেদ্দা। সামাজিক মাধ্যমে বৃষ্টি ও বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 


বিজ্ঞাপন


অপরদিকে, সৌদি আরবের তাবুক এলাকায়ও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ভূমিধসে সড়কের মাঝখানে বিরাট গর্ত তৈরির ঘটনা ঘটেছে। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মানুষের নিরাপত্তার জন্য ওই এলাকায় রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। জরুরি উদ্ধারকারী দল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানায়, এখন আর নতুন করে কোনো ধরনের ধসের ঝুঁকি নেই। তবে সাবধানতার জন্য সাধারণ মানুষকে ওই জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর