রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টয়লেটে যেতে বাধা, লঙ্কান ২ বিমানবালাকে পেটালেন সৌদি যুবক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

Lanka
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান। ছবি- সংগৃহীত

নারীদের প্রতি সহিংসতা জমিন থেকে এবার পৌঁছে গেল আকাশে। চলন্ত বিমানে শ্রীলঙ্কার দুই বিমানবালাকে পেটালেন সৌদি আরবের এক যুবক। বিমানবালাদের অপরাধ, বিমান অবতরনের সময় তারা ওই যুবককে টয়লেটে যেতে বাধা দিয়েছিলেন।

রোববার (২৬ অক্টোবর) লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমান সৌদি আরবের রিয়াদ থেকে লঙ্কান বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের সময় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, বিমানটি অবতরণের সময় টয়লেটে যাওয়ার প্রস্তুতি নেন ২৮ বছর বয়সি ওই সৌদি যুবক। এতে বাধা দেন দুই বিমানবালা। তাতেই ক্ষিপ্ত হয়ে বিমানবালাদের মারধর শুরু করেন ওই যুবক।   

বিমানবালারা জানান, বিমান অবতরনের সময় অভিযুক্ত ওই যাত্রী টয়লেটে যেতে চাইলে বাধা দেওয়া হয়। তাকেসহ সবাইকে বলা হয়, এই সময় নিরাপত্তার স্বার্থে সবাইকে সিটবেল্ট শক্ত করে পরে থাকতে হবে, এই মুহূর্তে টয়লেটে যাওয়া যাবে না। 

এ নিয়ে বিমানবালাদের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তিনি বিমানবালাদের মারধর শুরু করেন। ঘটনার পর তারা বিষয়টি পাইলটকে জানালে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। বিমান অবতরণের পরই ওই যুবককে গ্রেফতার করা হয়।

ডেইলি মিররের প্রতিবেদন আরও বলছে, সৌদির ওই যুবকের রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তাকে শ্রীলঙ্কাতেই আটকে দেওয়া হয়েছে। সোমবার তাকে দেশটির রাজধানী কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে। 


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর