বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ সালেহ আল-ফাওজান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশ নিয়ে মন্ত্রীর পদমর্যাদায় গ্র্যান্ড মুফতি হিসেবে তাকে নিয়োগ দেন সৌদি বাদশা সালমান।
বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় আদেশে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ আল-ফাওজানকে কাউন্সিল অব সিনিয়র স্কলারস-এর চেয়ারম্যান এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।
বিজ্ঞাপন
শেখ আল-ফাওজান সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখের স্থলাভিষিক্ত হবেন। গত ২৩ সেপ্টেম্বর আবদুল আজিজ আল শেখ মারা যান।
এর আগে, শেখ আল-ফাওজান কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, মুসিলম ওয়ার্ল্ড লিগ আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য এবং হজের সময় ইসলামী ভাষ্যকারদের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি।
আল-ফাওজান ১৯৩৫ সালে সৌদির আল-কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি বুরাইদাহতে স্কুলে পড়াশোনা করেন। রিয়াদের শরিয়া কলেজ থেকে ফিকহ বিষয়ে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে তিনি উচ্চতর বিচার বিভাগের পরিচালক নিযুক্ত হন। ১৯৯২ সালে তিনি পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার সদস্য হিসেবে নিয়োগ পান। তিনি একাধিক বই লিখেছেন। তিনি বেশ কয়েকটি রেডিও অনুষ্ঠান পরিচালনা করেছেন। এর মধ্যে জনপ্রিয় নূর আলা আল-দারব অনুষ্ঠানও ছিল।
এফএ

