সীমান্তে সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তির পরও আবারও আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশে চালানো ওই হামলায় ৩ আফগান ক্রিকেটারসহ অন্তত ৬ জন নিহত ঘটনায় পাকিস্তানের সঙ্গে সিরিজ প্রত্যাহার করেছে আফগানরা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, নিহত ক্রিকেটাররা প্রদেশের রাজধানী শারানায় এক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাকিস্তানের বিমান হামলার শিকার হন।
বিজ্ঞাপন
এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “তাদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য বড় ক্ষতি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ম্যাচগুলো ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।
এটি হতে যাচ্ছিল পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের প্রথম সিরিজ। তবে সাম্প্রতিক সংঘর্ষ ও হামলার কারণে সেটি বাতিল হলো।
বিজ্ঞাপন
গত দুই সপ্তাহ ধরে সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে দুই দেশের মধ্যে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
তবে এ ঘটনায় এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনো মন্তব্য করেনি।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো

