মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না?’

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির রূপে মজেছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

ইতালির প্রধানমন্ত্রী রূপে মজেছেন ট্রাম্প!

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপ এবং গুণে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে গাজা সংক্রান্ত শান্তি সম্মেলনে বক্তৃতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 

পিছনে দাঁড়িয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। হঠাৎই মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? কারণ আপনি ঠিক তাই।” 


বিজ্ঞাপন


ট্রাম্পের প্রশংসা শুনে হাসতে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রীকে। হেসে ফেলেন অন্য রাষ্ট্রপ্রধানেরাও।

ট্রাম্প যে মেলোনির প্রশংসা করতে চলেছেন, তা প্রথমে বোঝা যায়নি। গাজায় শান্তি ফেরানো নিয়ে গুরুগম্ভীর কথাই বলছিলেন তিনি। 

হঠাৎই তিনি বলতে শুরু করেন, আপনি যদি আমেরিকায় কোনও মেয়েকে সুন্দরী বলেন, তা হলে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তবু আমি সেটা বলার সুযোগ নেব। তার পরেই মেলোনির দিকে ঘুরে তাকে ‘সুন্দরী’ বলেন ট্রাম্প।


বিজ্ঞাপন


এখানেই থামেননি ট্রাম্প। মেলোনিকে ‘সফল রাজনীতিক’ বলেও অভিহিত করেন তিনি। বলেন, “উনি (মেলোনি) দারুণ মানুষ। ইতালির মানুষ তাকে শ্রদ্ধা করে। উনি খুবই সফল... খুবই সফল একজন রাজনীতিক।

তার আহ্বানে মিশরের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ‘সুন্দরী নারী’ মেলোনিকে ধন্যবাদ জানান ৭৯ বছর বয়সি ট্রাম্প। 

প্রসঙ্গত, মিশরের শান্তি সম্মেলনে যে ৩০ জন রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে মেলোনিই একমাত্র নারী। ইতালির দক্ষিণপন্থী রাজনীতিক মেলোনি সম্প্রতি বহুবার ট্রাম্পের প্রশংসা করেছেন।

২০২৪ সালের জুন মাসে ইতালিতে বসেছিল জি৭ সম্মেলনের আসর। বৈঠকের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তোলেন মেলোনি। সেটি পোস্ট করে সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “মেলোডি টিমের তরফ থেকে স্বাগতম।” 

নিজের এবং মোদির নাম জুড়েই ‘মেলোডি’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। তার পর থেকেই শব্দটি সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর