এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তুর্কি প্রেসডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি উপলক্ষে সোমবার মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্প এরদোগানের কাছে এ অনুরোধ জানান। খবর আনাদোলুর।
বিজ্ঞাপন
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার ফিলিস্তিনি ছিটমহল গাজায় একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
ওই অনুষ্ঠানেই ট্রাম্প সোমবার বলেছেন যে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারেন।
মিশর থেকে হোয়াইট হাউসে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পের কাছে যানতে চান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতেও তিনি একইভাবে ভূমিকা রাখবেন কি-না।
বিজ্ঞাপন

এ সময়ও ট্রাম্প বলেন, এরদোগানই পারবেন ইউক্রেনের যুদ্ধ থামাতে। রাশিয়া তাকে সম্মান করে। ইউক্রেনের সঙ্গেও এরদোগানের সম্পর্ক ভালো।
আরও পড়ুন: কঠিন হলো জার্মানিতে নাগরিকত্ব পাওয়া
এর আগে সোমবার ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে রাষ্ট্রপতি এরদোগান সহ ২০ জনেরও বেশি বিশ্ব নেতাকে নিয়ে বৈঠক করেন।
এ সময় এরদোগান বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
আঙ্কারা কিয়েভ এবং মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে, শান্তির ভিত্তি স্থাপনের জন্য মধ্যস্থতাসহ যেকোনো উদ্যোগের জন্য তুরস্ক প্রস্তুত।
-এমএমএস

