রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধবীর’ খেতাব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধবীর’ খেতাব দিলেন ট্রাম্প

গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধবীর’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নিজেকেও যুদ্ধবীর মনে করেন তিনি। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) ভালো মানুষ। তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন... তিনি একজন যুদ্ধবীর, কারণ আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি যুদ্ধের নায়ক। মনে হয় আমিও তাই।’

নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টার নিন্দা জানিয়ে ট্রাম্প আরও বলেন, ‘তারা তাকে কারাগারে ঢোকানোর চেষ্টা করছে।’

আরও পড়ুন: ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের 

তবে তিনি আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা বলেছেন নাকি ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্ণীতির মামলার কথা বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার নয়। যদিও গত জুনেই অবশ্য প্রকাশ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলা বাতিলের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। 


বিজ্ঞাপন


২০২০ সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শান্তিচুক্তিতে ইউক্রেনের নিরাপত্তায় সাহায্য করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অন্যদিকে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এছাড়া গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

সূত্র: আনাদোলু

-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর