বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অতিরিক্ত মার্কিন শুল্ককে ‘অন্যায্য’ বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত মার্কিন শুল্ককে ‘অন্যায্য’ বলল ভারত

রাশিয়ায় তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অন্যায্য’ ও ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছে দেশটি।  

বুধবার (০৬ আগস্ট) হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।


বিজ্ঞাপন


নির্বাহী আদেশ অনুসারে, আগামী ২১ দিন পর এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে, সেই পর্যন্ত পূর্বনির্ধারিত ২৫ শতাংশ শুল্ক বজায় থাকবে।

হোয়াইট হাউসের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে এ ইস্যুতে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে, ভারতের ১৪০ কোটিরও বেশি নাগরিকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্যে রাশিয়ার তেল আমদানি অব্যহত রেখেছে সরকার। 


বিজ্ঞাপন


INDIA
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

এতে আরও বলা হয়, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় স্বার্থে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। আমরা পুনর্ব্যক্ত করছি যে এই পদক্ষেপ অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তিহীন। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।’

সূত্র: এনডিটিভি

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর