বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেতানিয়াহুকে দোষারোপ

নিজের কবর খুঁড়লেন ইসরায়েলি জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

নিজের কবর খুঁড়লেন ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি জিম্মি এভিয়াতার ডেভিডের ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। 

ভিডিওতে ইভাতার ডেভিডকে খুবই রুগ্ন দেখা গেছে। তিনি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।


বিজ্ঞাপন


এছাড়া যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে দোষারোপও করেছেন ওই জিম্মি।

jimmi

শনিবার (২ আগস্ট) হামাসের প্রকাশিত ভিডিওটির শেষে তাকে একটি খবর খুঁড়তে দেখা যায়। ওই সময় তিনি বলতে থাকেন, তিনি গাজার যে সুড়ঙ্গের ভেতর আছেন সেখানেই কবর খুঁড়ছেন। 

উদ্ধার না করা হলে এ কবরের ভেতরই শেষ ঠিকানা হবে বলে উল্লেখ করেন তিনি। জিম্মি এভিয়াতার ডেভিডের পরিবার শনিবার ওই ভিডিও প্রকাশের জন্য অনুমোদন দিয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলে তার পরিবার বলেছে, তাকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে। হামাসের প্রকাশ করা ফুটেজে ডেভিডকে দুর্বল কণ্ঠে কথা বলতে দেখা গেছে।

তাকে এ সময় তার নিজের কবর খুঁড়তে দেখা গেছে।ডেভিডের ভিডিও প্রকাশ করার পর জিম্মিদের আত্মীয়স্বজন এবং শত শত সমর্থক সমাবেশ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলার সময় নোভা সঙ্গীত উৎসব থেকে অপহরণের আগে তার একটি ছবিসহ পোস্ট শেয়ার করা হয়েছিল।

ডেভিডের ভিডিওতে বলতে শুনা গেছে, আজ ২৭ জুলাই, দুপুর ১২টা বাজে, আমি কী খাব জানি না। আমি টানা কয়েকদিন ধরে কিছু খাইনি।

আমি খুব, খুব কঠিন পরিস্থিতিতে আছি, অনেক দিন ধরে, কয়েক মাস ধরে খাবার ও পানির অভাবের মধ্যে আছি। ডেভিড আরও বলেন, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব।

তিনি আরও বলেন, তার খাদ্যতালিকায় মূলত কিছু ডাল এবং বিন থাকে, ক্যালেন্ডারের দিকে ইঙ্গিত করে উল্লেখ করেন, কয়েক দিন খেয়েছেন এবং এরপর বেশ কয়েক দিন ধরে খাবার পাননি।

ডেভিড বলেন, কয়েক মাস ধরে খুব, খুব, খুব কঠিন পরিস্থিতিতে আছি... আপনারা দেখতেই পারছেন আমি কতটা রোগা...।

ভিডিওর মাঝখানে, ক্যামেরার পিছনের ব্যক্তি তাকে একটি ক্যান ধরিয়ে দেন, এই ক্যানটি দুই দিনের জন্য। ডেভিড বলেন, এই পুরো ক্যানটি দুই দিনের জন্য যাতে আমি মারা না যাই।

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ডেভিড বলেন, আপনি আমাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছেন, আমার প্রধানমন্ত্রী, যার আমার এবং শত্রুদের হাতে বন্দি সব জিম্মির জন্য চিন্তা করার কথা।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর