দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।
সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানানোর পর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘পাকিস্তান এবং ইরান দুটি দেহে এক আত্মা।’
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফর সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান এই গুরুত্বপূর্ণ সফরে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অপেক্ষা করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পথ তৈরি করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘আমার ভাই, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মহামান্য ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে তার সরকারি সফরে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’
উল্লেখ্য,দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন, যার মধ্যে জেষ্ঠ্য মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।
পেজেশকিয়ানের আগমনের পর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এবং লাহোরে ইরানের কনসাল জেনারেল তাকে স্বাগত জানান।
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শেষবার ২৬ মে ইরান সফর করেছিলেন।
-এমএমএস

