রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনের বেলায় জানাজার নামাজ ও দাফন নিয়ে নতুন নির্দেশনা দিল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

দিনের বেলায় জানাজার নামাজ ও দাফন নিয়ে নতুন নির্দেশনা দিল আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বড় অংশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জানাজার নামাজ এবং দাফনের আনুষ্ঠানিকতা না করার অনুরোধ করছে কতৃপক্ষ। এর পরিবর্তে সকালের দিকে অথবা সন্ধ্যার পর, যখন সূর্যের তীব্রতা সর্বনিম্ন থাকে সেসময়- জানাজার নামাজসহ অন্যান্য আনুষ্ঠানিকতা করার আহ্বান জানানো হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) আমিরাতের ইসলাম, দান এবং যাকাত বিষয়ক জেনারেল অথরিটি এ নির্দেশনা দিয়েছে। 


বিজ্ঞাপন


এতে আরও বলা হয়, গ্রীষ্মকালে বাসিন্দাদের সাহায্য করার জন্য কর্তৃপক্ষের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগটি চালু করা হয়েছে। সাধারণ মানুষের জীবন রক্ষা করা তাদের অন্যতম অপরিহার্য লক্ষ্য। 

এরআগে গত ২৩ মে দেশটির সব মসজিদ এবং জনসমাগমের স্থানগুলোতে ছায়াযুক্ত স্থান নিমার্ণের ঘোষণা দেয় আমিরাত কতৃপক্ষ।  


বিজ্ঞাপন


উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকাল কেবল অস্বস্তিকরই নয়- এটি বিপজ্জনকও হতে পারে। প্রচণ্ড তাপমাত্রায় দীর্ঘক্ষণ থাকার ফলে হিটস্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী নারীদের ঝুঁকি সবচেয়ে বেশি। 

সূত্র: খালিজ টাইমস

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর