মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বড় অংশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সোমবার (১৪ জুলাই) দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে দেশটির জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। খবর গালফ নিউজের।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, সোমবার দুপুর ২ টার দিকে শারজাহর আল ধাইদ এলাকায় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোর ৫টায় আল আইনের দামথায় ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন

এদিকে তাপপ্রবাহের মধ্যেও শারজাহ, ফুজাইরাহ এবং খোর ফাক্কারে কিছু অংশসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। সেসব জায়গার তাপামাত্রা তুলনামূলকভাবে কম।
এনসিএম-এর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৮ জুলাই) পর্যন্ত কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে। অন্যদিকে আমিরাতের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪০ কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে, যার ফলে অনুভূমিক দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।
বিজ্ঞাপন
এমএইচআর

