হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইসরায়েল। দ্য টাইমস অব ইসরায়েলকে এক কর্মকর্তা জানিয়েছেন, হামাসের বিবৃতিতে যে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জমা দেওয়ার কথা বলা হয়েছে, তা তাদের আগের প্রস্তাবের হালনাগাদ সংস্করণ।
মঙ্গলবার হামাস আগের এক প্রস্তাব জমা দিয়েছিল, যা আরব মধ্যস্থতাকারীরা দ্রুত প্রত্যাখ্যান করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে প্রস্তাবটি শেয়ার করতে অস্বীকৃতি জানায় এবং হামাসকে আরও গ্রহণযোগ্য প্রস্তাব দিতে বলে।
বিজ্ঞাপন
হামাস সেই দাবিতে সম্মত হয়েছে। ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস মঙ্গলবার যে প্রস্তাব দিয়েছিল, তার কিছু দাবি সর্বশেষ প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে ইসরায়েল এখনো হামাসের এই নতুন প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে খতিয়ে দেখছে বলে তিনি জানিয়েছেন।
এর আগে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রস্তাবে হামাস তাদের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে দলটি।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, ‘হামাস এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে এটি হালনাগাদ প্রতিক্রিয়া নাকি মঙ্গলবার রাতে জমা দেওয়া আগের প্রস্তাব, তা স্পষ্ট নয়। কারণ মঙ্গলবার রাতে প্রস্তাবটি জমা দেওয়া হলেও হামাস সে সময় কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।
এর আগে মঙ্গলবার রাতে হামাসের প্রস্তাব দ্রুত প্রত্যাখ্যান করে মধ্যস্থতাকারীরা। আলোচনায় জড়িত এক সূত্র জানায়, নতুন যে দাবি হামাস তাতে যুক্ত করেছিল, তা মধ্যস্থতাকারীদের কাছে গ্রহণযোগ্য হয়নি।
মধ্যস্থতাকারীরা সেদিন রাতে হামাসকে আরও গঠনমূলক প্রস্তাব দিতে বলেছিল।
-এমএমএস

