শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরিয়ায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

সিরিয়ায় ড্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৩০

দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা প্রদেশে সশস্ত্র বেদুইন উপজাতি যোদ্ধা এবং দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে মিলিশিয়া সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। 

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৪ জুলাই) গভীর রাতে সুয়ায়দার আল-মাকুস গ্রামে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং উপজাতিদের মধ্যে এই রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে বেসামরিক জনগণকে রক্ষার চেষ্টা করার সময় ওই এলাকায় মোতায়েন করা বেশ কয়েকজন সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষেশায়িত বাহিনীর ইউনিটগুলো সরাসরি এই অঞ্চলে সংঘাত নিরসন, সংঘর্ষ বন্ধ, নিরাপত্তা ব্যবস্থা আরোপ এবং ঘটনার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করা হবে। 

সুওয়াইদা এবং এর গ্রামাঞ্চলে চলমান উত্তেজনার মূল কারণ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান- বিশেষ করে সামরিক ও নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিকে দায়ী করেছেন সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব। 


বিজ্ঞাপন


এক এক্স বার্তায় তিনি বলেন, ‘নাগরিকদের  জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা ও এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সক্রিয় করা ছাড়া কোন বিকল্প নেই।’ 

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান, যার ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। জানুয়ারিতে সিরিয়ায় প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

তবে আহমেদ আল-শারার ইসলামপন্থী বাহিনী তিনমাস আগে সিরিয়ার ক্ষমতা দখল করলেও সবগুলো বিদ্রোহী গোষ্ঠীর ওপর এখনও তার নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এখনো বেশকিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যাদের দলে বিদেশি সেনা রয়েছে এবং যারা কট্টরপন্থী ইসলামি মতাদর্শের অনুসারী। আসাদ সমর্থক সেনাদের বিরুদ্ধে সিরিয়ার নিরাপত্তারক্ষীরা অভিযান চালানোর সময় সিরিয়ার পশ্চিম উপকূলীয় অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু আলাওয়াইত গোষ্ঠীর নাগরিকদের ওপর সশস্ত্র আক্রমণ চালানো হয়। ভুক্তভোগীদের অনেকে বলছেন, তাদের ওপর বিদেশি বিদ্রোহী যোদ্ধারা হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটপাট চালায়।

সূত্র: আনাদোলু

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর