শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

বুধবার এক প্রতিবেদনে ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। মূলত ইরান ও সিরিয়া উভয় বিষয়ে কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রেখেছে তেল আবিব।


বিজ্ঞাপন


তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনও সুনির্দিষ্ট বিবরণ দেয়নি ইসরায়েলি গণমাধ্যমটি। 

এদিকে রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইরান ইস্যুতে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে চায় ইসরায়েল। 

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়ে চুক্তির কাঠামো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এই কাঠামোটি লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের চুক্তির মতোই হবে বলে জানা গেছে। 


বিজ্ঞাপন


অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তি, যা আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত- নিয়ে আলোচনা শুরু করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। এই প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ার সঙ্গেও আলোচনা চলছে।

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর