শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় নিহত ৭১ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

ইরানের কারাগারে ইসরায়েলি হামলায় নিহত ৭১ 

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের বিমান হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর।

রোববার দেশটির গণমাধ্যম মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারে হামলায় শহিদ হয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দি ও বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা।


বিজ্ঞাপন


ইসরায়েল ইরানের সঙ্গে বিমানযুদ্ধের শেষে ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায়। এটি তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দি কেন্দ্র হিসেবে পরিচিত। 

পর্যবেক্ষকরা বলছেন, সামরিক ও পরমাণু স্থাপনার বাইরে ইরানের শাসনব্যবস্থার প্রতীকে হামলা চালিয়ে ইসরায়েল তাদের লক্ষ্য সম্প্রসারণের বার্তা দিয়েছে।

জাহাঙ্গীর এর আগে বলেছিলেন, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। 


বিজ্ঞাপন


ইরানের বিচার বিভাগ জানিয়েছে, হামলার পর বাকি বন্দিদের তেহরান প্রদেশের অন্য কারাগারগুলোতে স্থানান্তর করা হয়েছে।

এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে, এর মধ্যে দুইজন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক রয়েছেন।

হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর