রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বন্ধ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বন্ধ করতে চান ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচার যুক্তরাষ্ট্র ‘সহ্য করবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।


বিজ্ঞাপন


শনিবার ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকা প্রতিবছর ইসরাইলকে রক্ষা ও সমর্থন দিতে অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি- বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আমরা নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিচার সহ্য করব না।

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে ইসরাইলে অভিযোগ গঠন করা হয়, যা তিনি অস্বীকার করে আসছেন। 

২০২০ সালে তার বিচার শুরু হয় এবং এতে তিনটি ফৌজদারি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। 


বিজ্ঞাপন


শুক্রবার নেতানিয়াহুর আইনজীবীরা ১২ দিনব্যাপী ইরান-ইসরাইল সংঘাতের পর কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে সাক্ষ্যগ্রহণ দুই সপ্তাহের জন্য মুলতবি করার আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সোমবার তাকে জেরা পর্যায়ে সাক্ষ্য দিতে হবে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর