সৌদি আরবে গত এক সপ্তাহে ১৩ হাজার ৫৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৭ হাজার ৯০৩ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৭৪৪ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ১ হাজার ৮৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন।
বিজ্ঞাপন
এসপিএ আরও জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন এবং আশ্রয় দিয়ে সাহায্য করে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা, পাশাপাশি তার যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
এ ছাড়া সন্দেহজনক অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং দেশটির অন্যান্য অঞ্চল থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
-এমএইচআর