গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর মোট নিহতের মৃতের সংখ্যা ৫৬ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার এ বিবৃতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২২ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে আনা হয়েছে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকার কারনে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা সিটির তুফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং ডাউন সিনড্রোমে আক্রান্ত একটি মেয়েও রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর এই ‘মৃত্যুর ফাঁদে’ এখন পর্যন্ত কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন। এছাড়াও ৩৯ জন এখনো নিখোঁজ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪১২ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৪ জনে। এরমধ্যে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরুর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৮৯ জন নিহত এবং ২১ হাজার ১৩ জন আহত হয়েছে।
সূত্র: আনাদোলু, আলজাজিরা
-এমএইচআর