শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

আগামী সপ্তাহের মধ্যেই গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন— হামাস ও ইসরায়েলের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা গাজা নিয়ে একটি চুক্তি করা খুব কাছাকাছি’।

শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 


বিজ্ঞাপন


গাজা যুদ্ধবিরতির ক্ষেত্রে তার প্রশাসন কতটা কাছাকাছি, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির চুক্তি করতে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে... আমরা মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি।’ 

গাজায় বর্তমানে একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ চলছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন

ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

পাকিস্তানে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৬ সেনা নিহত

এরআগে বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে দারুণ অগ্রগতি হচ্ছে। এই হামলার (ইরানে) ফলে, আমার মনে হয় আমরা খুব ভালো কিছু খবর পাবো।’ 


বিজ্ঞাপন


বেশ কয়েকমাস ধরেই গাজায় একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিন্তু ইরানে মার্কিন হামলা প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে বলে দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘এটি অনেক শক্তি প্রদর্শন করেছে। আমি মনে করি এটি (ইরানে হামলা) সাহায্য করেছে ..., যদিও এর আগেও আমরা গাজা নিয়ে একটি চুক্তি করার খুব কাছাকাছি ছিলাম।’ 

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ফলে গাজায় আটক ইসরায়েলি বন্দীরা মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি কিছুটা সাহায্য করেছে।’

সূত্র: আনাদোলু, আলজাজিরা

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর