শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

পাকিস্তানে আকস্মিক বন্যায় নিখোঁজ ১৮, আটজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের আকস্মিক বন্যায় নিখোঁজ ১৮, আটজনের মরদেহ উদ্ধার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সোয়াত নদীতে আকস্মিক বন্যায় একই পরিবারের ১৮ জন ভেসে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে জীবিত এবং আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিয়ালকোটের বাসিন্দা পরিবারটি সোয়াত নদীর তীরে সকালের নাস্তা করছিল। এসময় উজানের ঢলে নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পায় এবং কিছু বুঝে ওঠার আগেই তীব্র স্রোত ওই পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে যায়।


বিজ্ঞাপন


খাইবার পাখতুনখোয়ার জরুরি রেসকিউ পরিষেবা ১১২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে, সোয়াত জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং কয়েকশ মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে।

প্রাদেশিক মুখ্য সচিব শাহাব আলী শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, নিখোঁজ ১৮ জনের মধ্যে তিনজনকে জীবিত এবং আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সোয়াতের আটটি ভিন্ন স্থানে বর্তমানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। এর মধ্যে বাইপাস সড়কে সোয়াত নদীর ধারে বিভিন্ন স্থানে মোট ৭৫ জন আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশে মৌসুমি বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হন।

সূত্র: ডন, জিও নিউজ

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর