রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলকাতায় ল’ কলেজে ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

কলকাতায় ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ 

পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসকে ধর্ষণ ও হত্যার ১০ মাসের মাথায় এবার শহরটির কসবা এলাকায় একটি ল’ কলেজের ভেতরেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কসবার দক্ষিণ কলকাতা ল’ কলেজের একটি কক্ষে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই কসবা থানায় কলেজের দুই কর্মী ও একজন সাবেক শিক্ষাথীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী। 


বিজ্ঞাপন


ইতিমধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভূক্তভোগীর শারিরিক পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার পরেই গ্রেফতার অভিযান চালায় পুলিশ। অভিযুক্তদের মধ্যে দুজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় ও এক জনকে মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ৩১ বছর বয়সী মনোজিত মিশ্র, যিনি ওই ল কলেজের সাবেক ছাত্র। অন্য দুজন- জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, যারা কলেজের কর্মী বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এঘটনায় রাজ্যের নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মমতার আমলে যে নারীসমাজ সুরক্ষিত নয়, তা দক্ষিণ কলকাতার কলেজের বোনের ওপর নির্যাতনের ঘটনা প্রমাণ করে দিচ্ছে। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার কমিশনার এখন মমতার সঙ্গে দিঘার রথের উৎসবে ব্যস্ত। নিরাপত্তা নিয়ে কাজের সময় কোথায়? রথের দিনে এমন বেদনার খবর শুনতে হচ্ছে। যত দিন মুখ্যমন্ত্রী, ফরহাদ (কলকাতার মেয়র), জাভেদ খান (কসবার বিধায়ক) থাকবে, তত দিন চলবে।’


বিজ্ঞাপন


সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর