শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

লেবাননের ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর ২ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

লেবাননের ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর ২ সদস্য নিহত

দক্ষিণ লেবাননে দুই ঘন্টার মধ্যে পৃথক ড্রোন হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আইডিএফের এক বিবৃতি অনুসারে, বারাশিত এলাকায় ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের একজন কমান্ডার নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পরেই বেইত লিফ এলাকায় দ্বিতীয় হামলায় গোষ্ঠীটির পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্য নিহত হন।


বিজ্ঞাপন


এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের দক্ষিণে দুটি ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের শাকরা এবং বারাশিত শহরের মাঝামাঝি এলাকায় একটি চলন্ত বুলডোজারের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং বেইত লিফ শহরে একটি মোটরসাইকেলে পৃথক ড্রোন হামলায় আরেকজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহর সদস্যদের হত্যা করছে।


বিজ্ঞাপন



সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর