শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

আত্মসমর্পণ শব্দটি ইরানের শব্দভাণ্ডারে নেই: খামেনি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

আত্মসমর্পণ শব্দটি ইরানের শব্দভাণ্ডারে নেই: খামেনি 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে- আমাদের জনগণের কণ্ঠস্বর এক। আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দভাণ্ডারে নেই।’

বৃহস্পতিবার (২৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ইরান ও ইসরায়েলর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই তার প্রথম ভাষণ।


বিজ্ঞাপন


খামেনি বলেন, ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল।

তিনি আরও বলেন, “ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক।”

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাক্রমে একটা সত্য প্রকাশ করেছেন যে আমেরিকানরা শুরু থেকেই ইরানের বিরোধিতা করে আসছে, তারা শুধু ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে। কিন্তু এমনটা কখনও হবে না; ইরান কখনও মাথা নত করবে না, আমরা শক্তিশালী জাতি।’

খামেনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে প্রবেশ করার কারণ তাদের আশঙ্কা ছিল, যদি তারা তা না করে, তাহলে ইসরায়েল ‘সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে’।


বিজ্ঞাপন


ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান ‘বিজয়ী’ হয়ে উঠতে পেরেছে এবং ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’।

তিনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ – বিচূর্ণ হয়ে গিয়েছে।’

পৃথক ভিডিও বার্তায় খামেনি বলেছেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে, যা ঘটেছে তার একটি ‘অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত’ বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল, যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে।”

তিনি বলেন, আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করছে। 

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর