ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান ‘সাহসের সঙ্গে লড়াই’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডে ন্যাটো সম্মেলনস্থলে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ওয়াশিংটন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ইরান সবেমাত্র একটি যুদ্ধ শেষ করেছে এবং তারা সাহসের সঙ্গেই এটি লড়েছে। যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে তারা তেল বিক্রি করবে, চীন চাইলে ইরান থেকে তেল কিনতে পারে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশটিকে (ইরান) স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে অর্থের প্রয়োজন হবে।’
বিজ্ঞাপন
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং মার্কিন হামলার আগে দেশটি পারমাণবিক উপকরণ স্থানান্তর করতে সক্ষম হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের কাছে জিনিসপত্র সরানোর সময় ছিল না।’
তিনি বলেন, ‘এটি ( পারমাণবিক উপকরণ) খুব ভারী, এটি সরানো খুব কঠিন এবং তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।’
ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি, যেখানে আমরা হয়তো একটি চুক্তি স্বাক্ষর করতে পারি।
তবে তিনি নিশ্চিত করেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে পুনরায় আলোচনা শুরু করতে আগ্রহী নন, কারণ মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা
এমএইচআর