বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ১২টি ‘এফ-৩৫এ’ যুদ্ধবিমান কিনবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ১২টি ‘এফ-৩৫এ’ যুদ্ধবিমান কিনবে যুক্তরাজ্য
এফ-৩৫এ যুদ্ধবিমান

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কমপক্ষে ১২টি এফ-৩৫এ মডেলের যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট— ন্যাটোর আকাশপথে পারমাণবিক মিশনে যোগদানের পরিকল্পনা করেছে দেশটি। 

ব্রিটিশ সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেবেন এবং ন্যাটো সদস্য দেশগুলোকে জোটের প্রতি তাদের প্রতিশ্রুতি জোরদার করার আহ্বান জানাবেন।


বিজ্ঞাপন


এফ-৩৫এ যুদ্ধবিমানগুলো প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম, তবে প্রয়োজনে মার্কিন তৈরি পারমাণবিক বোমা দিয়েও সজ্জিত করা যাবে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি মূলত মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের নির্মিত, যা বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ব্যয়বহুল বিমানগুলোর মধ্যে একটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘আমূল অনিশ্চয়তার যুগে, আমরা আর শান্তিকে হালকাভাবে নিতে পারি না। এই কারণে আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।’

ডাউনিং স্ট্রিট এই পদক্ষেপকে ‘এক প্রজন্মের মধ্যে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিশালীকরণ’ হিসেবে বর্ণনা করেছে।


বিজ্ঞাপন


স্টারমার বলেন, যুক্তরাজ্যকে নিরাপদ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে জোটের অবদানের মতো ন্য্যাটোর প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকারও প্রশ্নাতীত। আগামী প্রজন্মের জন্য ইউরো-আটলান্টিক অঞ্চল রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত ১০০টি ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত করবে এবং দেশব্যাপী ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে, যা বিশ্ব-নেতৃস্থানীয় রয়্যাল এয়ার ফোর্সের জন্য একটি নতুন যুগের সূচনা হবে।

ন্যাটো মহাসচিব মার্ক রুট এই ঘোষণাকে ‘ন্যাটোতে ব্রিটিশদের আরেকটি শক্তিশালী অবদান’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: আনাদোলু 

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর