মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে এই যুদ্ধবিরতিটি স্থায়ী হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
মঙ্গলবার (২৪ জুন) মস্কোতে ১১তম প্রিমাকভ রিডিংস আন্তর্জাতিক ফোরামে এক ভাষণে ল্যাভরভ বলেন, ‘ওয়াশিংটন, ইসরায়েল এবং ইরান থেকে যে ঘোষণাগুলো আসছে...সেগুলোর ওপর ভিত্তি করে আমাদের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এবং একটি স্পষ্ট চিত্র পাওয়া খুব কঠিন।’
বিজ্ঞাপন
তিনি বলেন, যুদ্ধবিরতিতে ইরানের ক্ষেত্রে কাতারের ভূমিকার পাশাপাশি ইসরায়েলকে রাজি করাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। মস্কো এই ধরনের চুক্তিকে স্বাগত জানাবে।
আরও পড়ুন
লাভরভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা চিরকাল স্থায়ী হবে কিন্তু তার এই ঘোষণার পরও ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। তাই আসুন আমরা খণ্ডিত তথ্যের ওপর ভিত্তি করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না আসি। তবে আমরা শান্তির পক্ষে।’
এর আগে সোমবার রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যার ফলে ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে।’
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে লঙ্ঘন করবেন না।’
তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তার সেনাবাহিনীকে তেহরানের ওপর তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইরান এই দাবি অস্বীকার করে, নতুন যেকোনো হামলার দৃঢ় জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র: আনাদোলু, রয়টার্স
এমএইচআর

