রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুদ্ধবিরতি লঙ্ঘন

ইসরায়েলের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’।

মঙ্গলবার (২৪ জুন) ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। আমি নিশ্চিত না, তারা ইচ্ছা করেই করেছে কিনা। তারা নিজেদের লোকজনকে থামাতে পারেনি।’


বিজ্ঞাপন


ট্রাম্প স্পষ্ট করে জানান, তিনি ‘ইসরায়েলের আচরণে বিশেষভাবে অসন্তুষ্ট। কারণ, তারা সমঝোতায় পৌঁছানোর ঠিক পরপরই নজিরবিহীন মাত্রায় বোমা ফেলেছে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘আমি যখন বলি, তোমাদের হাতে ১২ ঘণ্টা আছে, তখন তোমরা প্রথম ঘণ্টায়ই সবকিছু ঢেলে দেবে—এটা তো ঠিক না।’

ট্রাম্প বলেন, ‘মূলত এখানে দুইটা দেশ রয়েছে যারা এতদিন ধরে, এত কঠিনভাবে লড়াই করেছে যে এখন নিজেরাও জানে না তারা আসলে কী... করছে।’

এরআগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দেন। তিনি লিখেছেন, ‘ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!’


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা, ‍বিবিসি

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর